'সম্প্রীতি বাংলাদেশ'র আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 03:35:21

মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন 'সম্প্রীতি বাংলাদেশ'র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 

১২ জন উপদেষ্টা ও ৭৬ জন নির্বাহী সদস্যের এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন পীযুষ বন্দ্যোপাধ্যায় এবং যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন এম পি এ্যারোমা দত্ত, মেজর জেনারেল অবঃ মোহাম্মদ আলি শিকদার, মোঃ নাসির উদ্দিন আহমেদ, মেজর জেনারেল অবঃ জন গোমেজ, ডাঃ উত্তম বড়ুয়া এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাঃ মামুন-আল মাহতাব (স্বপ্নীল)।  

কমিটি ঘোষণার আগে আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায় এক লিখিত বক্তব্য বলেন, ধর্মনিরপেক্ষ চেতনার জাগরণের মাধ্যমে বিভাজন দূর করার প্রত্যয় নিয়ে ২০১৮ সালের ৭ জুলাই আত্মপ্রকাশ করে নতুন সংগঠন সম্প্রীতি বাংলাদেশ।

তিনি আরো বলেন, এই দেশের অধিকাংশ জনগোষ্ঠী সাম্প্রদায়িকতা বিরোধী ও সাম্যের পক্ষে। আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের মধ্যে যে ধর্মনিরপেক্ষ চেতনা সেটার মধ্যে আত্মিক সম্পর্ক তৈরি করতেই শুরু আমাদের পথচলা।

এছাড়া উপদেষ্টা মন্ডলী হিসেবে নাসরিন চৌধুরী, প্রফেসর আঃ মান্না, শুদ্ধানন্দ মহাথেরো, মওলানা ফরিদ উন মাসউদ, মাহফুজা খানম, ডঃ আ স ম আরেফিন সিদ্দিক, শফিকুর রহমান (এম.পি), বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, ডঃ আতিউর রহমান, প্রফেসর কামরুল হাসান খান, রামেন্দু মজুমদার, খাইরুল মজিদ মাহমুদের নাম ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর