সমাবেশের অনুমতি মেলেনি, আয়োজন চালিয়ে যাচ্ছে বিএনপি

সিলেট, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-29 15:09:04

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেট নগরের রেজিস্টারি মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ হওয়ার কথা ছিল।

তবে প্রশাসনের অনুমতি না দিলেও শেষ পর্যন্ত নির্ধারিত স্থানে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেন, 'কোতোয়ালী থানা থেকে জানানো হয়েছে, আমাদেরকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তারা আমাদের বলেছে, ইনডোরে সমাবেশ করতে হবে।'

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, 'বিএনপিকে রেজিস্টারি মাঠে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।'

অনুমতি না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।'

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, 'বিএনপি কোনো সন্ত্রাসী সংগঠন নয় যে, অনুমতি নিয়ে সমাবেশ করতে হবে। আমাদের পূর্বঘোষিত সমাবেশ যথা সময়ে যথা স্থানে অনুষ্ঠিত হবে।। সমাবেশ সফলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর