কনফারেন্সে যোগ দিতে কাজাখস্তান গেলেন স্পিকার

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 12:06:17

চতুর্থ মিটিং অব স্পিকারর্স অব দ্যা ইউরোসিয়ান কান্ট্রিস পার্লামেন্ট এবং ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে কাজাখস্তান গেলেন স্পিকার ড. শিরীন শারমনি চৌধুরী।

রোববার (২২ সেপ্টেম্বর) কাজাখস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

স্পিকারের নেতৃত্বে কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বেগম সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার।

উল্লেখ্য, কনফারেন্সটি কাজাখস্তানের রাজধানী আস্তানায় ২৩-২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

কনফারেন্স শেষে স্পিকার উগান্ডায় অনুষ্ঠেয় ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিবেন। স্পিকারের নেতৃত্বে কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যবৃন্দ হলেন, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, মো. আবু জাহির, মোহাম্মাদ নজরুল ইসলাম ও শিরীন আহমেদ। উগান্ডার রাজধানী কাম্পালায় ২২-২৯ সেপ্টেম্বর ওই কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। কনফারেন্স শেষে আগামী ২৮ সেপ্টেম্বর দেশে ফিরতে পারেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর