বিআর‌টি‌সি ‌ডিপো‌তে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই ১৫ টি বাস

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 00:55:00

ঢাকা: রাজধানীর খিলক্ষেতের জোয়ারসাহারা এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি'র বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ টি বাস পু‌ড়ে গেছে। 

শুক্রবার (৮ জুন) দিবাগত রাত সোয়া ১ টার দিকে আগুন লা‌গে ব‌লে জানিয়েছেন বিআরটি‌সি‌র স‌চিব নুর আল মামুন। 

ফায়ার সার্ভিস রাত সা‌ড়ে ৩টার দি‌কে আগুন নিয়ন্ত্র‌ণে আ‌নে। 

আগু‌নে ৭টি সচল ও ৮টি অচল বাস পু‌ড়েছে  ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স‌চিব।

ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক ও সেতুমন্ত্রণাল‌য়ের স‌চিব নজরুল ইসলাম ও বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুইঁয়া।

আগু‌নে পু‌ড়ে যাওয়া সচল ৭টার ম‌ধ্যে ৫টি ডাবল ডেকার এবং বা‌কি ৮টি পুর‌নো গা‌ড়ি। এ‌তে ৫ কো‌টি টাকার ম‌তো ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে ধারণা কর‌ছেন বিআর‌টি‌সি চেয়ারম্যান।

অগ্নিকাণ্ডের সময় ডি‌পো‌তে নাইট শিফ‌টের লোকজন কাজ করছি‌লেন। ফায়ার সা‌র্ভিস প্রথ‌মে পা‌নি পা‌চ্ছি‌লো না। পরে পা‌শের পে‌ট্রোল পাম্প থেকে পা‌নি এ‌নে আগুন নেভা‌নো হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে বিআর‌টি‌সির শ্র‌মিকরাও আগুন নেভা‌নোর চেষ্টা ক‌রে। যার ফ‌লে পু‌রো ডি‌পো আগু‌নে পু‌ড়ে যাওয়া থে‌কে রক্ষা পায়।

‌বিআরটি‌সি চেয়ারম্যান বার্তা২৪.কমকে ব‌লেন, ‘প্রাথ‌মিক ভা‌বে দু‘‌টি কারণে আগুন লাগতে পারে।। প্রথম‌টি হ‌চ্ছে, স্পা‌র্কিং অর্থাৎ গা‌ড়ির সুইচ যেখা‌নে সে‌টি অন ক‌রে সেটার কার‌ণে। আবার শর্ট সা‌র্কিট থে‌কেও লাগ‌তে পা‌রে।’ 

সড়ক ও সেতুমন্ত্রণাল‌য়ের স‌চিব জানান, তদন্তের মাধ্যমে আগু‌নের স‌ঠিক কারণ জানা সম্ভব। এরজন্য মন্ত্রণালয় একজন যুগ্ম স‌চি‌বের নেতৃ‌ত্বে এক‌টি তদন্ত ক‌মি‌টি ও বিআরটিসি তা‌দের নিজস্ব এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রে‌ছে।

 

এ সম্পর্কিত আরও খবর