শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করবে র‍্যাব ১

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 05:55:08

রাজধানীর নিকেতন এলাকা থেকে আটক যুবলীগ নেতা জি কে শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করবে র‌্যাব ১।

জিজ্ঞাসাবাদের জন্য তার নিকেতনের অফিস থেকে র‍্যাব ১ এর কার্যালয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করার আগ পর্যন্ত র‍্যাব ১ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেন।

সারোয়ার বিন কাশেম বলেন, নিকেতনে অভিযান শেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে শামীমকে র‌্যাব কার্যালয়ে নেয়া হয়।

আরও পড়ুন: যুবলীগ নেতা শামীমের অফিসে মাদক ও টাকার স্তুূপ

এর আগে দুপুর ২টার দিকে রাজধানীর নিকেতনে তার ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্স থেকে শামীমকে আটক করা হয়। পরে অভিযানে তার অফিস থেকে এক কোটি ৮০ লাখ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

এছাড়া ১৬৫ কোটি টাকার এফডিআরের কাগজ পত্রাদি পাওয়া যায়। এর মধ্যে ১৪০ কোটি টাকা তার মায়ের নামে রয়েছে। বাকি ২৫ কোটি টাকা তার নামে। অফিস থেকে সাতটি শর্টগানও উদ্ধার হয়েছে। যুবলীগের এ নেতাসহ আটজনকে গ্রেফতার করে। সাতজনই তার দেহরক্ষী।

আরও পড়ুন: যুবলীগের সমবায় সম্পাদক জিকে শামীম আটক

এ সম্পর্কিত আরও খবর