কলাবাগানে অভিযান, কৃষক লীগ নেতা ফিরোজসহ আটক ৫

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 11:08:59

রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব। এ সময় ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-২ এর একটি দল।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাবাগান ক্রীড়া চক্রে অভিযান শুরু করে র‍্যাব। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজম।

র‍্যাবের লে. কর্নেল আশিক বিল্লাহ বার্তাটোয়েন্টিফোর.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কলাবাগান ক্রীড়াচক্রে ক্যাসিনোর খোঁজে র‍্যাবের অভিযান

কলাবাগান ক্রীড়াচক্রে র‍্যাবের অভিযান চলছে

অভিযান শেষে সোয়া ৮টার দিকে ফিরোজকে র‍্যাবের গাড়িতে তোলা হয়। এর আগে শফিকুল আলম ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো অপরাধ করিনি। কেন ধরা হল জানি না। উপরের কোনো নির্দেশ ছিল কিনা তাও জানি না। আমাকে আটক দেখানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার কথা বলা নিষেধ।’

ক্লাব থেকে উদ্ধারকৃত অস্ত্র ও ইয়াবা

 

ক্যাসিনো’র সঙ্গে জড়িত ছিলেন কিনা জানতে চাইলে ফিরোজ বলেন, ‘আমি কোনো সময় এসব খেলার সঙ্গে জড়িত ছিলাম না। আমার অফিস থেকে শুধু তাস পেয়েছে। পরে দেখি কিছু ইয়াবা। আমি এসবের সঙ্গে জড়িত না।’

উল্লেখ্য, একাদশ জাতীয় নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন শফিকুল ফিরোজ। তিনি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য।

এ সম্পর্কিত আরও খবর