অভিযান অব্যাহত থাকবে: কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর, ঢাকা | 2023-08-28 10:48:31

দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শিল্পকলা একাডেমিতে চতুর্দশ জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি, মাদক, অপকর্ম, খারাপ কাজ, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। যতদিন আমাদের দেশকে শিশুদের জন্য সুন্দর বাসস্থান ও নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে না পারব ততদিন অভিযান অব্যাহত থাকবে।

শেখ হাসিনার সরকার সব ধরনের অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে অভিযান চালাতে থাকবে বলেও দুর্নীতিবাজ ও অপরাধীদের হুঁশিয়ারি উচ্চারণ করেন সেতুমন্ত্রী।

জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, আইটিআই বিশ্বকেন্দ্রের সভাপতি রামেন্দ্র মজুমদার প্রমুখ।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর ২টার দিকে রাজধানীর নিকেতনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীমকে তার অফিস থেকে আটক করেছে র‌্যাব। এ সময় তার বাসা থেকে অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ নগদ টাকা ও স্থায়ী আমানতের কাগজ জব্দ করা হয়।

এর আগে অভিযান চালিয়ে যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদকে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতার করে র‌্যাব। রাজধানীতে অবৈধ ক্যাসিনো সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যুবলীগের এ নেতা। অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন:
যুবলীগের সমবায় সম্পাদক জিকে শামীম আটক
যুবলীগ নেতা শামীমের অফিসে মাদক ও টাকার স্তূপ
খালেদ যুবলীগ থেকে বহিষ্কার
দুই মামলায় সাত দিনের রিমান্ডে খালেদ

এ সম্পর্কিত আরও খবর