জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাজনৈতিক উদ্যোগ নেই

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 17:08:59

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে বিজ্ঞানীরা বহুদিন থেকেই আলোচনা-পর্যালোচনা ও এর ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়গুলো আলোকপাত করছেন। তবে এটি মোকাবিলায় রাজনৈতিক কোনো উদ্যোগ নেই বলে দাবি করেছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে এক মানববন্ধনে এ দাবি করা হয়।

সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, 'জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বর্তমান সময়ে আলোচিত বিষয়। জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তনশীল হলেও বর্তমান পরিবর্তন উদ্বিগ্ন হওয়ার মতো।'

মানববন্ধনে বলা হয়, 'জলবায়ু পরিবর্তনের জন্য প্রাথমিক ও ঐতিহাসিকভাবে উন্নত দেশগুলো দায়ী বলে সর্বমহলে স্বীকৃত। তারপরও উন্নত দেশসমূহের অবস্থান বরাবরের মতোই আত্মকেন্দ্রিক।'

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাজনৈতিক উদ্যোগ নেই

মানববন্ধনে অংশ নেওয়া পরিবেশবাদীরা বলেন, 'প্যারিস চুক্তির প্রায় চার বছর অতিক্রম হলেও জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলায় কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। উপরন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তি বাস্তবায়ন প্রত্যাখ্যান করেছে।'

সারাবিশ্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চলমান আন্দোলনের প্রসঙ্গে তারা বলেন, 'সারাবিশ্বের তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে আমরাও একাত্মতা পোষণ করছি। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য নিরাপদ পৃথিবীর নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যে পৃথিবীর গড় উষ্ণায়ন, প্রাক শিল্পায়ন যুগের পর্যায় থেকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীমাবদ্ধ রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি আমরা দাবি করছি যে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, কার্বন নিঃসরণ কমাতে এবং উন্নয়নের নামে অপরাজনীতি পরিহার করে পৃথিবীকে অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।'

মানববন্ধনের আয়োজন করে- নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ, কোস্ট ট্রাস্ট ও শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি।

এ সম্পর্কিত আরও খবর