আদালতে নেওয়া হচ্ছে খালেদকে, ১৪ দিনের রিমান্ড চাইবে পুলিশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 02:15:26

মাদক ও অস্ত্র মামলায় ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়াকে আদালতে নেওয়া হচ্ছে। সুষ্ঠু তদন্তের জন্য মাদক ও অস্ত্র মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

আরও পড়ুন: ক্যাসিনোর মালিক যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক

মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে তাকে আদালতে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গুলশান থানা থেকে প্রিজনভ্যানে করে আদালতের উদ্দেশে রওনা হয়েছে পুলিশ।

আরও পড়ুন: যুবলীগ নেতার ক্যাসিনোতে র‌্যাবের অভিযান, আটক ১৪২

এ বিষয়ে পুলিশের গুলশান জোনের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, অস্ত্র ও মাদক মামলায় খালেদের সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড চাইবে পুলিশ। তাকে ঢাকা সিএমএম আদালতে পাঠানো হয়েছে। মানি লন্ডারিং আইনে করা মামলাটি নিয়ম অনুযায়ী তদন্ত ও দেখভাল করবে সিআইডি।

এর মধ্যে খালেদ মাহমুদ ভুঁইয়ার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থ পাচার আইনে চার মামলা করেছে র‍্যাব।

এ সম্পর্কিত আরও খবর