ক্যাসিনো চালাতে হলে অনুমোদন লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 02:08:21

দেশে ক্যাসিনো চালাতে হলে সরকারের অনুমোদন লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা দেশে বারের অনুমোদন দিয়েছি। বড় বড় হোটেল ও ক্লাবে বার রয়েছে। কিন্তু ক্যাসিনোর কোনো অনুমোদন আমরা দেইনি। এতোদিন অবৈধভাবে এ ব্যবসা তারা করে এসেছেন। ক্যাসিনো ব্যবসা করতে হলে অনুমোদন লাগবে। আমাদের এ বিষয়ে জানাতে হবে, পরে আমরা অবস্থা বুঝে অনুমোদন দেব। প্রয়োজন হলে নীতিমালা করা হবে। কিন্তু আমাদের না জানিয়ে লুকোচুরি করে ক্যাসিনো ব্যবসা করবেন অবৈধভাবে সেটা হতে পারে না।’

আরও পড়ুন: ক্যাসিনোর মালিক যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক

‘গত এক বছর আগে আমাদের কাছে তথ্য ছিল, কিছু ক্যাসিনো গড়ে উঠেছে। তখন আমরা সেগুলো বন্ধ করে দিয়েছি। আবার এক থেকে দেড় বছরে ক্যাসিনো গড়ে ওঠার বিষয়ে গোয়েন্দারা তথ্য দিয়েছেন, সে তথ্য অনুযায়ী অভিযান চলানো হচ্ছে,’ যোগ করেন মন্ত্রী।

আরও পড়ুন: যুবলীগ নেতার ক্যাসিনোতে র‌্যাবের অভিযান, আটক ১৪২

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। অন্যায়, দুর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তিনি। যারা অন্যায় করেন, তাদের বিরুদ্ধে সব সময় কথা বলেন এবং ব্যবস্থা নিতে বলেন। তিনি কাউকে ছাড় দেন না। যিনি অন্যায় করেন, তাকে শাস্তি পেতে হবে, এটা তার সিদ্ধান্ত। এ ব্যাপারে সংসদ সদস্যরাও বাদ যাননি। হোক তিনি রাজনীতিক বা সামাজের কোনো নেতা। জনগণের বিরুদ্ধে কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ কেন এতোদিন ব্যবস্থা নেয়নি বা ক্যাসিনো মালিকদের গ্রেফতার করেনি? যুবলীগ সভাপতির এমন প্রতিক্রিয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘এটা তার নিজস্ব বক্তব্য। যারা অন্যায় করবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর