মাদকবিরোধী অভিযানে এক রাতে নিহত ৩

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-14 23:08:17

ঢাকা: দেশ জুড়ে চলছে মাদকবিরোধী বিশেষ অভিযান। এ অভিযানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪ জন।

এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (৭ জুন) রাতে ঠাকুরগাঁওয়ে, রংপুরে পুলিশের গুলিতে দুজন এবং দিনাজপুর নিজেদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট থানা থেকে বন্দুকযুদ্ধের  বিষয় গুলো  নিশ্চিত করা হয়।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানা ওসি মো. আবদুল মান্নান জানান,  শামীম হোসেন (৪২) উপজেলার ভবানন্দপুর গ্রামের আবদুল সাত্তারের ছেলে। পুলিশ চেকপোস্টে বন্ধুক যুদ্ধে  নিহন হন।  তার বিরুদ্ধে মাদক আইনের ১১টি মামলা রয়েছে।

রংপুর শহরে পুলিশের সঙ্গে কথিত বন্দকযুদ্ধে আবু মুসা বিষকালাই (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কুকরুল আমেরতল তিন রাস্তার মোড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এদিকে দিনাজপুর সদর উপজেলায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।  মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট থানার ওসি রেদওয়ানুর রহিম। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এ সম্পর্কিত আরও খবর