ক্যাসিনোগুলোতে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮২

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 01:57:17

রাজধানীর ক্যাসিনোগুলোতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র‍্যাব। ইতোমধ্যে তিনটি ক্যাসিনোতে অভিযান চালিয়ে ১৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নগদ প্রায় ৪০ লাখ টাকাও জব্দ করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত রাজধানীর মতিঝিল, গুলিস্তান ও বনানীতে এই অভিযান চালান র‍্যাবের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বিপুল পরিমাণ মদ ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করে র‌্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, মতিঝিলের ইয়ংমেনস ক্লাব থেকে ২৪ লাখ ২৯ হাজার টাকা জব্দ ও ১৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। বনানীর ওয়ান্ডার্স ক্লাব থেকে ১০ লাখ ২৭ হাজার টাকাসহ ২০ হাজার ৫০০ জাল টাকা জব্দ করা হয়েছে।

এছাড়া গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্লাব থেকে ৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা জব্দ ও ৪০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ১৮২ জনের মধ্যে ৩১ জনকে ১ বছর করে, বাকিদের ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের এই ভ্রাম্যমাণ আদালতগুলো।

এদিকে র‍্যাব সূত্রে জানা গেছে, রাতভর মোট ৮টি ক্যাসিনোতে অভিযান পরিচালনা করার কথা রয়েছে তাদের।

আরও পড়ুন: ইয়ংমেনসে দিনে লেনদেন হতো ৫ কোটি টাকা!

এ সম্পর্কিত আরও খবর