মামলা মানব ইব্রাহিম, প্রতারণার মামলা ১১০ টি!

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 11:44:56

রাজশাহীর মামলা মানব খ্যাত ইব্রাহিমকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে সিআইডি। তার নামে ৪ বছরে ১১০ টি মামলা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার শারমিন জাহান।

সিআইডি সদর দফতরে ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ইব্রাহিমের বিরুদ্ধে ১১০ টি প্রতারণার মামলা আছে। সবগুলো মামলাতেই তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সর্বশেষ লালবাগ (ডিএমপি) থানার মামলা নং-৪১ তে তাকে গ্রেফতার করে সিআইডি।

তিনি বলেন, ইব্রাহিম রাজশাহীর গোদাগাড়ীতে মিতা ব্রিক্স, এমএসৰি, বিবিএফ নামক ব্রিক ফিল্ডে ইট উৎপাদন শেষে লভ্যাংশ দেওয়ার নামে প্রতারণা করে আসছেন। প্রথম দিকে তিনি যাদের কাছে টাকা নিতেন, সেগুলো সঠিক সময়ে দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করেন। এভাবে এক পর্যায়ে মানুষ যখন তাকে বিশ্বাস করতে শুরু করেন। তখন মোটা অংকের টাকা নিয়ে পালিয়ে যান।

কেউ যেন তাকে চিনতে না পারে, সেজন্য চুল দাঁড়ি বড় রেখে তার চেহারা পরির্বতন করার চেষ্টা করেন।

সিআইডির এই কর্মকর্তা বলেন, উচ্চ হারে সুদ দেওয়ার প্রতিশ্রুতিতে গোদাগাড়ীসহ রাজশাহী বিভাগের শত শত মানুষের কাছে থেকে আনুমানিক ১০০ কোটি টাকা হাতিয়ে নেন।

এ সম্পর্কিত আরও খবর