রোহিঙ্গা সংকটের কূটনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের আশা জাপানের

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 14:50:38

রোহিঙ্গা সংকট সমাধানে আরো চ্যালেঞ্জ রয়েছে। কূটনৈতিক ও শান্তিপূর্ণভাবে এ সংকট সমাধানের আশা করে জাপান। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দূতাবাসে এক বিদায়ী বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘এ দেশে আসতে পেরে আমি খুবই খুশি। আমার সময়ে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বেড়েছে। গত দুই বছরে সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে আমি ১০ বার গিয়েছি। সাক্ষী হয়েছি মানুষের অবর্ণনীয় কষ্টের। রোহিঙ্গা সংকট সমাধানে আরো চ্যালেঞ্জ রয়েছে। কূটনৈতিক ও শান্তিপূর্ণভাবে এ সংকট সমাধানের আশা করে জাপান।’

Japan
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি ও অন্যান্যরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

‘রোহিঙ্গা ইস্যুকে অবহেলা করা যায় না। বিশ্বের সভ্য সমাজ রোহিঙ্গাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আমরা তাদের হারিয়ে যেতে দিতে পারি না। আমি মনে করি, বাংলাদেশ একদিন উন্নত দেশে পরিণত হবে। আর এ উন্নয়নে জাপান সব সময় পাশে থাকার অঙ্গীকার করে,’ যোগ করেন রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি।

এ সময় তিনি দুই দেশের জাতীয় ফুল নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

কবিতাটি হলো-
সাকুরা বা চেরি ফুলের কুঁড়ি শীতের তীব্রতা সহ্য করেই গাছের শাখায় হেসে ওঠে।
শাপলা কুঁড়ি কাদামাটির পুকুরেই ফুটে উঠতে চায়।
দু’টি ফুলই অনেক কষ্ট সয়ে পাপড়ি মেলে, তাই তারা ধারণ করে শুদ্ধ হৃদয়।
স্বর্গীয় সুবাসে ফুল হিসেবে তারা (সাকুরা ও শাপলা) মর্যাদা প্রকাশ করে গর্বভরে।

এ সম্পর্কিত আরও খবর