ভালুকায় ৭ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-26 18:10:33

ময়মনসিংহের ভালুকা উপজেলায় অভিযান চালিয়ে চার ফার্মেসিসহ সাতটি প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উথুরা বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

বার্তাটোয়েন্টিফোর.কমকে তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে স্থানীয় চৌধুরী মেডিকেল হলকে ১৫ হাজার, কামরুল মেডিকেল হলকে ১০ হাজার, মাহমুদুল মেডিকেল হলকে তিন হাজার, জুলহাস মেডিকেল হলকে দুই হাজার এবং আজিজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে এসিক্স কনজিউমার প্রোডাক্ট লিমিটেডকে ১৫ হাজার ও ইসমাইল বেকারিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর