রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর ‘আবক্ষ ম্যুরাল’ উন্মোচন

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-31 15:32:32

রাজশাহী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘আবক্ষ ম্যুরাল’ প্রতিকৃতি উন্মাচন করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ম্যুরালটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।

২৫ ফুট উঁচু ও প্রস্থে ২২ ফুটের ম্যুরালটিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ‘আবক্ষ ম্যুরাল’ বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। প্রায় সাড়ে ১০ লাখ টাকা ব্যয়ে কলেজের প্রশাসনিক ভবনের পশ্চিম অংশে দৃষ্টিনন্দন এই ম্যুরালটি নির্মাণ করা হয়েছে। এটি তৈরিতে ইট, বালু, রড, পাথর, মার্বেল ও টাইলসের ব্যবহার করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে ম্যুরালটি নির্মাণ করেছে।

বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানানো হয়

 

এদিকে, ম্যুরালটি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেয়র লিটন। তিনি বলেন, ‘বর্তমান প্রজন্ম বই পড়ে ইতিহাস জেনে বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে পারছে। এই ম্যুরালটি দেখে তাদের মধ্যে জাতির পিতা সম্পর্কে জানার আগ্রহ আরও বাড়বে। বঙ্গবন্ধুকে শিক্ষার্থীরা বুকে লালন করে তার আদর্শ নিয়ে দেশের সেবায় নিয়োজিত হতে পারবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান। তিনি বলেন, ‘দেশের ভাষা আন্দোলনে রাজশাহীর গুরুত্ব ছিল অনেক বেশি। শুধু তাই নয়, দেশের সর্বপ্রথম শহীদ মিনারও এই কলেজে নির্মিত হয়েছিল। যা সংস্কার করে বড় আকারে নির্মাণ করার প্রক্রিয়া চলছে। তাই বঙ্গবন্ধুর ম্যুরালও এই কলেজের একটি উজ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচ অনুষ্ঠানেে বক্তব্য দেন রাসিক মেয়র

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাধারণ সস্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর