মমেকের সাবেক ছাত্রকে হত্যাচেষ্টা মামলায় যুবকের যাবজ্জীবন

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-25 18:23:52

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ছাত্র রেজা হাসান ত্বকীকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় লিমন (৩০ নামে) এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূরে আলম বিপ্লব এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৪ জুন ময়মনসিংহ শহরের কৃষ্টপুর আলিয়া মাদরাসা এলাকার লিমন ও তার সহযোগীরা ত্বকীকে কুপিয়ে গুরুতর আহত করে। ত্বকী তখন ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনার দুই দিন পর তার বোনের জামাই কবির হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করার পর আসামি লিমনকে গ্রেফতার করে পুলিশ।

মামলার দীর্ঘ পাঁচ বছর পর সকল আইনি প্রক্রিয়া শেষ করে সোমবার যাবজ্জীবনের এ রায় প্রদান করেন বিচারক।

উল্লেখ্য, রেজা হাসান ত্বকী ৩৯ তম বিসিএসে সহ-সার্জন পদে মনোনীত হয়েছেন এবং দেড় বছর ধরে তিনি মমেক হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

এ সম্পর্কিত আরও খবর