‘বিআরটিসির দুর্নীতিগ্রস্ত কর্মীদের সরিয়ে দিতে হবে’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 21:31:32

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে বিআরটিসিকে কখনো লাভজনক প্রতিষ্ঠান করা যাবে না। এজন্য প্রতিষ্ঠানের যারা দুর্নীতিতে জড়িত, তাদের সরিয়ে দিতে হবে। তারা যত বড় পদেই থাকুক, যত দক্ষ কর্মচারীই হোক না কেন, বিআরটিসির এসব দুর্নীতিগ্রস্ত কর্মীকে প্রয়োজন নেই।’

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিআরটিসির সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির চলমান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিআরটিসির ডিপো ম্যানেজাররা বিআরটিসিকে লাভজনক করার ব্যাপারে কতটা আন্তরিক, সে বিষয়েও আমার শঙ্কা রয়েছে। ডিপো ম্যানেজাররা তাদের টার্গেট ফুলফিল করতে পারছেন কিনা, সে জন্য তাদের জবাবদিহিতার আওতায় আনা দরকার।’

‘কোটি টাকা খরচ করে আমরা বিআরটিসিতে নতুন নতুন বাস দিচ্ছি। এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ হয় না। বাসগুলোর দিকে তাকানো যায় না। ডাবল ডেকার বাসগুলোর দৃশ্য আরো করুণ। ফ্যান নষ্ট, বাসের জানালাগুলো ভাঙ্গা, বাসের মাথার দিকে দোমড়ানো-মোচড়ানো, এসি বাসগুলোর এসি বিকল, বিআরটিসির গাড়ির এ দৃশ্যপট কতটা পরিবর্তন হয়েছে? চেয়ারম্যান আসেন, চেয়ারম্যান যান, পুরনো গাড়িগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণ হয় না। কর্মচারীদের বেতন বকেয়া থাকে। এ চিত্র আর কতদিন দেখতে হবে,’ প্রশ্ন মন্ত্রীর।

বিআরটিসির কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এটি একটি পাবলিক সার্ভিস প্রতিষ্ঠান, জনগণ যাতে ভালো সেবা পায়, সে দিকে গুরুত্ব দিতে হবে। ঈদের সময় বিআরটিসির গাড়িগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এসব বন্ধ করতে হবে। বিআরটিসির গাড়ি লিজ দেওয়া বন্ধ করতে হবে। হেলপার দিয়ে গাড়ি চালানো যাবে না। হেলপার দিয়ে গাড়ি চালালে লাভের চেয়ে ক্ষতিই বেশি।’

বিআরটিসির চেয়ারম্যানের উদ্দেশে মন্ত্রী বলেন, 'আমাদের জনবল সংকট আছে। এ সমস্যার সমাধান হয়ে যাবে। তবে বিআরটিসির যেসব কর্মকর্তা প্রতিষ্ঠানের কথা চিন্তা না করে নিজের পকেট ভারী করার কাজে ব্যস্ত থাকেন, তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে। পাশাপাশি নতুন নতুন বাস চলাচলের রুট সৃষ্টি করে এ প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর