খালেদা জিয়াকে মুক্ত করে বিএনপি নির্বাচনে অংশ নেবে

, জাতীয়

নিউজ ডেস্ক | 2023-08-31 08:28:55

২০ দলীয় জোট ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে জেল থেকে বের করে তার নেতৃত্বে জাতীয় নির্বাচনে অংশ নেবে।

বুধবার (৬ জুন) পল্টনের একটি হোটেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন।

তিনি বলেন, শহীদ জিয়ার আমলে সব রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছিলো। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে পার্লামেন্ট গঠিত হয়, যা ইতিহাস হয়ে আছে।

নজরুল ইসলাম খান আরও বলেন, সরকার জানে খালেদা জিয়ার প্রতি জনগণের আস্থা কতটুকু, তাই তারা খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করতে চাচ্ছে। খালেদা জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হালীম, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইবরাহীম বীরপ্রতিক, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দীন, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসাইন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম.গোলাম মোস্তফা ভুঁইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুসলিম লীগের সভাপতি বদুরুদ্দোজা ও মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাইদ আহমেদ, ইসলামী ঐক্যজোট সহকারী মহাসচিব মাওলানা ফয়জুল হক জালালাবাদী, মুফতি গোলাম রহমান, মুফতি আরিফ বিল্লাহ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাউসারী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা রশীদ আহমদ, মাওলানা রেদওয়ানুল বারী সিরাজী ও মাওলানা তোফায়েল গাজালি প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখের জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

এ সম্পর্কিত আরও খবর