'আমার গ্রাম-আমার শহর' একটি রাজনৈতিক দর্শন: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 07:01:27

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার-২০১৮ এর বিশেষ অঙ্গীকার 'আমার গ্রাম-আমার শহর' প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রাজনৈতিক দর্শন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক 'আমার গ্রাম-আমার শহর: প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ' শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, 'গ্রামীণ জনগোষ্ঠী দেশের সামগ্রিক উন্নয়নের সুবিধা ভোগ করতে পারবে বলেই প্রধানমন্ত্রী এ পদক্ষেপ নিয়েছেন।'

কর্মশালায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. কাজী আনোয়ারুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম আকন্দ। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি-র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জীসহ অনেকেই।

এ সম্পর্কিত আরও খবর