চাষিদের থেকে ধান না কেনা কর্মকর্তাদের শাস্তির ব্যবস্থা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 08:42:09

জাতীয় সংসদ ভবন থেকে: যেসকল কৃষি কর্মকর্তা চাষিদের কাছ থেকে সরাসরি ধান কেনেনি, তাদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, ‘কৃষিকে আমরা যান্ত্রিকিকরণের দিকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটু সময় দেন, আস্তে আস্তে যান্ত্রিকিকরণ হবে। অনেকাংশেই যান্ত্রিকিকরণ হয়েছে। এখন ধান কাটা এবং ধান লাগানোর যন্ত্রের জন্য সরকার চাষিকে ভর্তুকি দেবে।’

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য মোজাফর হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘চাষিরা ৫-১২ লাখ টাকা দিয়ে মেশিন কিনছে। সেই মেশিনগুলোর ফল পাওয়া যায় না। এখন বলা হচ্ছে বেশি দাম দিয়ে ভালো কোম্পানির মেশিন কিনতে হবে। তাতে ২০-৩০ লাখ টাকার প্রয়োজন। কথা হচ্ছে চাষিরা কোথা থেকে জোগাড় করবে? তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে সমতলের চাষিদের জন্য ৫০ ভাগ এবং উপকূলবর্তী চাষিদের ৭০ ভাগ ভর্তুকি দেবে। আর সেটাও না করতে পারে চাষিদের গ্রুপ করে দেব। আমরা প্রকল্প তৈরি করেছি। এরইমধ্যে অর্থমন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী নীতিগত সম্মতি দিয়েছেন।’

আরও পড়ুন: দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৩৫ হাজার

তিনি আরও বলেন, ‘আগে উৎপাদন কম হতো, দুর্ভিক্ষ হতো। এখন উৎপাদন বেশি হচ্ছে এটিও সামলাতে হিমশিম খাচ্ছি। বীজ সারসহ অন্যান্য উপকরণ অনেক কম মূল্যে দিয়েছি বলে ধানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। যে দেশ একসময় দুভিক্ষের দেশ ছিল, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই দেশ এখন খাদ্যে উদ্বৃত্তর দেশ।’

কৃষিমন্ত্রী বলেন, ‘উৎপাদন বেশি হওয়ায় চাষিদের খরচও বেশি হয়েছে, অন্যদিকে ধানের দামও কমেছে। সরকার খুবই উদ্বিগ্ন। ধানের দাম বাড়ানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তড়িৎ গতিতে পদক্ষেপ নিলেও প্রতিফলন খুব একটা বাজারে পড়েনি। কারণ, আমরা প্রত্যক্ষভাবে যে চাষির কাছ থেকে ধান কিনব সেটিও সম্ভব না। গুদামে পর্যাপ্ত জায়গা নেই।’

তিনি বলেন, ‘আমরা চাষিদের কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য অনেক পদক্ষেপ নিয়েছি। বলেছি যেসকল চাষিদের কাছ থেকে ধান কেনা হয়েছে তার তালিকা দেওয়ার জন্য। আমাদের মন্ত্রণালয় থেকে সারাদেশে টিম যাবে, সত্যিকারে চাষি থেকে ধান কেনা হয়েছে কিনা? যদি কেনা না হয়ে থাকে, তার জন্য ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর