দ্বিতীয় ধাপে নির্মাণ হবে ৫২৬ কি.মি. রেলপথ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 12:16:18

বাংলাদেশ রেলের উন্নয়নে গৃহীত ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পনার অংশ হিসেবে দ্বিতীয় ধাপের কাজে ৫২৬ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ে সূত্রে রেলপথ নির্মাণের বিষয়ে জানা যায়।

রেলের পরিকল্পনা সংক্রান্ত এক প্রতিবেদনে জানা যায়, দ্বিতীয় ধাপে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৫২৬ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে। এর মধ্যে রয়েছে সাতক্ষীরা-মুন্সীগঞ্জ ১৫ কিলোমিটার, জামালপুর-শেরপুর ৩২ কিলোমিটার, ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড ২৩০ কিলোমিটার, ঢাকা শহরের চারপাশে সার্কুলার ১০০ কিলোমিটার, কুষ্টিয়া বাইপাস ১০ কিলোমিটার, ঈশ্বরদী-ইপিজেড সংযোগ ৬ কিলোমিটার, মহেশখালী ও মাতারবাড়ী সংযোগ ১৮ কিলোমিটার, নাভারণ-সাতক্ষীরা ৮৫ কিলোমিটার, ছাতকবাজার-সুনামগঞ্জ ৩০ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে।

এদিকে, ২০১৬ সাল থেকে ৬ ধাপে ৩০ বছর মেয়াদী রেলের মহাপরিকল্পনা গৃহীত হয়েছিল। মহাপরিকল্পনার প্রথম ধাপে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪৩৮ দশমিক ৫২ কিলোমিটার। যার কাজ প্রায় শেষের দিকে। ২০৪৫ সাল নাগাদ এই মহাপরিকল্পনার কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর