উদ্ধার কাজ শেষে মেরিন ড্রাইভে যানচলাচল শুরু

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট. বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার | 2023-09-01 19:18:06

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে। এ ঘটনায় মাটি চাপা পড়ে আহত হয়েছেন ১২ জন। দুই সিএনজি চালিত অটোরিকশাসহ ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ যানবাহন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মেরিনড্রাইভের হিমছড়ি অংশে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দুইটি টিম উদ্ধার অভিযান চালিয়ে যানবাহন চলাচল ও আটকাপড়াদের উদ্ধার করে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, পাহাড় ধসে কিছু লোক আহত হয়েছেন। সঙ্গে কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্থ হয়েছে। এসকে ব্লেটার দিয়ে মাটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

আরও পড়ুন: মেরিনড্রাইভে পাহাড় ধসে যানচলাচল বন্ধ

এ সম্পর্কিত আরও খবর