আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 16:32:29

পবিত্র আশুরা (১০ মহররম) উপলক্ষে কারবালা স্মরণে তাজিয়া মিছিল শুরু করেছেন শিয়া সম্প্রদায়ের মানুষ। সাদা ও কালো পোশাক পরে হাতে নানা ধরনের পতাকা নিয়ে মিছিলে যোগ দিয়েছেন তারা।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টা ১৫ মিনিটে রাজধানীর লালবাগের হোসনি দালান থেকে মিছিলটি শুরু হয়, শেষ হবে ধানমন্ডি লেকে গিয়ে।

শিয়া সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ মিছিলটিতে অংশ নিয়েছে। এ সময় তারা ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে মাতম করছেন। এমনকি বুক চাপড়ে শোক প্রকাশ করছেন।

অন্যদিকে, আশুরা উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ধানমন্ডি লেক পর্যন্ত মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন। ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক গাড়ি ও সাজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, আজ ১০ মহররম। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধে ৬১ হিজরি সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা.) কারবালা প্রান্তরে পরিবারের সদস্য ও সঙ্গীসহ শাহাদাত বরণ করেন। আরবিতে আশুরা অর্থ ১০। শোকের এ দিনটি তাই ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আশুরা নামে পরিচিত।

শিয়া সম্প্রদায়ের মুসলমানরা বিশেষভাবে পালন করলেও সব মুসলমানের কাছেই এ দিনটি গুরুত্বপূর্ণ।

এ সম্পর্কিত আরও খবর