মনোনয়নপত্র জমা দিতে সাদের সঙ্গে রাঙ্গা

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-31 20:54:10

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য হয়। ওই আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রাহগীর আল মাহি সাদকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

এ সময় তিনি বলেছেন, দলের সকল প্রার্থীর সমর্থন ও সবার সিদ্ধান্তেই সাদকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা সবাই সাদকে সমর্থন দিয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর নির্বাচন অফিসে সাদ এরশাদের মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ রাঙ্গা বলেন, ‘আমরা মনোনয়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি করেছিলাম। পরবর্তীতে আমাদের মাঝে চেয়ারম্যান এবং বিরোধী দলীয় নেতা নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আমি উদ্যোগ নেই এবং দুইপক্ষের পাঁচজন করে প্রতিনিধি নিয়ে বিষয়টি মীমাংসার জন্য ঢাকার একটি অভিজাত হোটেলে বসি। সেখানে বিষয়টি সমঝোতা হয়।’

তিনি বলেন, ‘রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার জন্য আমাকে ও পার্টির চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়। আমি বিষয়টি চেয়ারম্যানের ওপর এককভাবে দায়িত্ব দেই। তিনিই সাদকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। আমাদের মধ্যে এখন কোনো বিরোধ নেই।’

এ সময় মহাসচিব বলেন, ‘আশা করি সাদের মাধ্যমে রংপুরের রাস্তাঘাটসহ সকল ক্ষেত্রে আরও ব্যাপক উন্নয়ন হবে। এখানে আমরা সরকার এবং বিরোধী দল একত্রে মিলে উন্নয়ন করব।’

আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে রাঙ্গা বলেন, ‘সাদ এরশাদের সঙ্গে আসলেও আমি রিটার্নিং কর্মকর্তার কাছে যাইনি। এখানে মহাসচিব হিসেবে আমাকে দেয়া দায়িত্ব পালন করতে এসেছি। এরশাদ স্যার বেঁচে থাকাকালীন আমি এভাবেই আপনাদের কাছে এসেছিলাম।’

এ সম্পর্কিত আরও খবর