'দেশে বিকল্প ধারার সিনেমা প্রদর্শনের জায়গা নেই'

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-30 18:19:55

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, 'আমাদের দেশে অনেক বিকল্প ধারার সিনেমা তৈরি হলেও এর প্রদর্শনের জায়গা নেই। প্রদর্শনের জায়গা করতে পারলে অনেক তরুণই বিকল্প ধারার সিনেমা নির্মাণে এগিয়ে আসবেন।'

তিনি আরও বলেন, 'আমাদের দেশের মূল ধারার সিনেমা নিয়ে খুব একটা গর্ব করতে পারিনা। চলচ্চিত্রের মান বাড়াতে হবে। আমাদের শিল্প সাহিত্যের অনেক বিষয় আছে যা চলচ্চিত্রে নিয়ে আসতে পারলে খুবই উপকৃত হবে চলচ্চিত্র শিল্প। একটা সমাজের প্রতিচ্ছবি চলচ্চিত্রে ফুটে উঠে। আর সেটিই আমরা দেখতে চাই।'

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী 'আন্তর্জাতিক তারুণ্যের চলচ্চিত্র উৎসব'-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে অনেক প্রতিভাবান তরুণ নির্মাতা রয়েছে উল্লেখ করে রামেন্দু মজুমদার বলেন, এ উৎসবের মাধ্যমে বিদেশি তরুণ নির্মাতাদের অনেক সিনেমা আমরা দেখতে পাব। যার বেশির ভাগই বিকল্প ধারার। আমাদের দেশের প্রতিভাবান তরুণরাও বিকল্প ধারার সুন্দর সিনেমা তৈরি করছেন। এখন তাদের প্রয়োজন সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা।

'লেটস সিনেমা' স্লোগানে বাংলাদেশের আয়োজিত এ চলচ্চিত্র উৎসবটি শেষ হবে আগামী ৭ সেপ্টেম্বর (শনিবার)। তিন দিনে সর্বমোট ৩৫টি দেশের তরুণ নির্মাতাদের নির্মিত ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সমাপনী দিনে বিচারকদের রায়ে পুরস্কারপ্রাপ্ত ৮টি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে।

এ সম্পর্কিত আরও খবর