'ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব বিশ্বের জন্য বিপজ্জনক'

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 11:49:39

বাংলাদেশে সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, 'ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্ব কেবল ভারতীয় উপমহাদেশে নয়, বিশ্বের জন্যও বিপজ্জনক। আমরা এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে কঠিন দ্বন্দ্ব দেখতে চাই না।'

বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'এ দেশ দুটির দ্বন্দ্ব এ অঞ্চলের জন্য, বিশ্বের জন্য এবং ইসলামী উম্মাহর জন্য বিপজ্জনক। তা এড়াতে আমাদের এক সঙ্গে কাজ করা দরকার। ভারত জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর এই ইস্যুতে পাকিস্তান-ভারত মুখোমুখি অবস্থান করছে। কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহারে ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান।'

ব্লু-ইকোনমি তথা সমুদ্র অর্থনীতি বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে তিনি ঢাকায় এসেছেন।

ভারত মহাসাগরীয় জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) তৃতীয় সম্মেলনে অংশ নিতে বিশ্বের ৩০টির বেশি দেশের মন্ত্রী-উপমন্ত্রী ও সচিবসহ উচ্চ পর্যায়ের শতাধিক প্রতিনিধি যোগ দিচ্ছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) আইওআরএ'র ব্লু-ইকোনমি মিনিস্টারিয়েল কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সম্পর্কিত আরও খবর