সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 10:47:22

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষটি নিশ্চিত করেছেন কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক।

এর আগে দুপুরে জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় জালালাবাদ এক্সপ্রেসের পেছনের দিকে একটি তেলের বগি লাইনচ্যুত হয়। বিকেলে বগিটি উদ্ধার করা হলে ট্রেন চলাচলে স্বাভাবিকতা আসে।

মোহাম্মদ আমিনুল হক বলেন, 'বগি লাইনচ্যুত হলে উদ্ধারকারী দল সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধারকৃত বগিটি বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট স্টেশনে আনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।'

উল্লেখ্য, এর আগে গতমাসেও ফেঞ্চুগঞ্জে মাইজগাঁও রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসের শেষাংশের একটি বগি লাইনচ্যুত হয়।

আরও পড়ুন: বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এ সম্পর্কিত আরও খবর