ট্রেনের ছাদে ভ্রমণের দায়ে আটক ১২

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-19 08:57:57

অবৈধভাবে ট্রেনের ছাদে ভ্রমণের দায়ে ১২ জনকে আটক করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

ট্রেনের ছাদে ও ইঞ্জিনে অবৈধভাবে ভ্রমণকারীদের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো কমলাপুর রেল স্টেশনে এই অভিযান পরিচালিত হচ্ছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিভাগের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট শহীদ উল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাটোয়েন্টিফোর.কম-কে তিনি বলেন, 'সকাল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা লোকাল ট্রেনে বিনা টিকিটে ছাদে ভ্রমণ করেছিলেন। তাদের বিরুদ্ধে রেলের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'নিয়মিত অভিযান পরিচালনা করলে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং বিনা টিকিটে ট্রেনের ছাদ ও ইঞ্জিনে ভ্রমণ থেকে যাত্রীরা বিরত থাকবেন।'

গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৭২ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ট্রেনের ছাদে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।

আরও পড়ুন: ট্রেনের ছাদে ভ্রমণ ১ সেপ্টেম্বর থেকে নিষেধ

আরও পড়ুন: ট্রেনের ছাদে ভ্রমণের দায়ে আটক ২০

এ সম্পর্কিত আরও খবর