বিহারি ক্যাম্পে অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 15:57:42

মিরপুর-১১ এর বিহারি ক্যাম্পে অবস্থিত ডায়িং ফ্যাক্টরিগুলোতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ফাতেমা সরকার ও তিতাস গ্যাস জোন-১২ (মিরপুর) এর পাঁচজন প্রতিনিধির সমন্বয়ে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুদক দেখতে পায় কোনোরূপ অনুমোদন ছাড়াই ডায়িংয়ের পাঁচটি ফ্যাক্টরিতে অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করা হচ্ছে। এ সময় তিতাস ওই পাঁচ ফ্যাক্টরিতে ব্যবহৃত গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুদক টিমকে জানিয়েছে, রাষ্ট্রীয় সম্পদের এ অপব্যবহার রোধে উল্লিখিত এলাকাগুলোতে অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর