মিরপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 18:16:54

রাজধানীর মিরপুর এলাকার ১১০টি টিনশেড বাড়ি ও পাকা বাড়ির অবৈধ অংশ ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এবং মো. সগীর হোসেন উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

অবৈধ স্থাপনা উচ্ছেদকালে মিরপুর সেকশন ১০-এর ঝুটপট্টি এলাকায় অবৈধভাবে নির্মিত ১১০টি কাঁচা-পাকা টিনশেড এবং মিরপুর সেকশন ১০-এর ‘সি’ ব্লকের ৩০টি পাকা বাড়ির বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয়। এছাড়া মিরপুর সেকশন ১১-এর ‘সি’ ব্লকে অবৈধভাবে নির্মিত ২০টি পাকা দোকান উচ্ছেদ করা হয়।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর