রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪১ এনজিও প্রত্যাহার

সিলেট, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-21 23:21:28

রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে ১৩৯টি এনজিও। অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে এর মধ্যে ৪১টি এনজিওকে সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শনিবার (৩১ আগস্ট) সকালে সিলেট সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী এ সময় অভিযোগ করে বলেন, ‘দেশি ও বিদেশি বিভিন্ন এনজিও নানাভাবে তদবির করছে, যাতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয়।’

পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগকে স্বাগত জানিয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতারা।

এ সম্পর্কিত আরও খবর