আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার ময়মনসিংহে

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-27 06:28:53

দেশের নানা প্রান্ত ঘুরে এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বসতে যাচ্ছে সংস্কৃতির নগরী ময়মনসিংহে।

বিশ্ব চলচ্চিত্রের তরুণ নির্মাতাদের নিয়ে আয়োজিত এ উৎসবটি হচ্ছে 'গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ' নামে। এ উৎসবের আয়োজক হিসেবে রয়েছে চলচ্চিত্র উৎসব 'সিনেমা বাংলাদেশ'।

লেটস সিনেমা! এই স্লোগানে এবারের আসরে ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার কথা থাকলেও এখন অবধি বিশ্বের ১০১টি দেশের তরুণদের নির্মিত প্রায় ১৭০০ চলচ্চিত্র জমা পড়েছে আয়োজকদের হাতে।

ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর বসবে এ আসর। এতে বেশ কয়েকজন আন্তর্জাতিক নির্মাতা উপস্থিত থাকবেন বলে আশা আয়োজকদের। তিনদিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে বিচারকের রায়ে পুরস্কৃত করা হবে সেরা ৮ চলচ্চিত্রকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উৎসবের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, ৭২তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করা ফিপরেস্কি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস) সদস্য সাদিয়া খালিদ এবং আলোচিত ইরানি নির্মাতা মোর্তেজা ফার্শবাফ।

উৎসবের প্রযোজক ও তরুণ নির্মাতা হেমন্ত সাদীক জানান, গত উৎসব থেকে বাংলা তথা ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের পথিকৃৎ হীরালাল সেনের নামে একটি পুরস্কারের প্রবর্তন করেছে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ-এর আয়োজক কমিটি। এবার বাংলাদেশি তরুণদের শতাধিক চলচ্চিত্র জমা পড়েছে এই বিভাগে। বিভাগের বিচারক হিসেবে আছেন নির্মাতা নূরুল আলম আতিক, নির্মাতা ও চলচ্চিত্র শিক্ষক জাহিদুর রহমান অঞ্জন এবং নির্মাতা এনামুল করিম নির্ঝর।

এছাড়া উৎসবের অংশ হিসেবে বিশ্বের ৫০জন নির্মাতার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে একটি চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। যাতে নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব, প্রসূন রহমান, জসীম আহমেদ, কথাশিল্পী সাদাত হোসাইন প্রমুখ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, দর্শকরা কোন প্রকার ফি ছাড়াই চলচ্চিত্র উপভোগ করতে পারবেন এ উৎসবে। এখানে প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হবে এ সময়ের আলোচিত তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবের সূচী ও সকল প্রকার তথ্য মিলবে- cinemabangladesh.org এ ওয়েবসাইটে।

এ সম্পর্কিত আরও খবর