ময়মনসিংহে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জরিমানা

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-31 07:13:39

ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় রাস্তায় নির্মাণ সামগ্রী রাখা ও ফুটপাত দখল করে দোকান মালিকদের ব্যবসা পরিচালনার কারণে সেখানে বেড়েই চলেছে যানজট। ফুটপাত দখলমুক্ত করে জনগণের ভোগান্তি লাঘবের লক্ষ্যে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৭ জনকে ৪৭ হাজার টাকা জরিমানাও করা হয়।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর গাঙ্গিনারপাড়, মেছুয়া বাজার, স্টেশন রোড ও নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম।

বার্তাটোয়েন্টিফোর.কমকে তিনি জানান, অভিযানে এসব এলাকার অবৈধ স্থাপনা, ফুটপাতের দোকান, দোকানের সামনে অবৈধ অতিরিক্ত ছাউনি অপসারণ করা হয়। এ সময় পচা ফল বিক্রির দায়ে দুই দোকান মালিকসহ মোট ৭ জনকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যানজটমুক্ত ময়মনসিংহ নগরী গড়ে তুলতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর