খুলনায় হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা | 2023-08-31 05:33:55

খুলনার ফুলতলা উপজেলার ইসলাম খান (৪৫) হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে এ রায় ঘোষণা করেন খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা তৃতীয় আদালতের বিচারক বুশরা সায়েদা। আসামিরা বর্তমানে সবাই পলাতক।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইসলাম মোল্লা (৩৫), কামাল শেখ (৩৫), মোস্তফা শেখ ওরফে মোস্তফা (৫৫) ও হাসান গাজী (৫৫)। আসামিরা সবাই ফুলতলা উপজেলার দামোদর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণের তথ্যানুযায়ী, গত ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে আসামিরা পরিকল্পিতভাবে ইসলাম খানকে ইসলাম মোল্লার বাড়িতে ডেকে নেয়। সেখানে পূর্ব শত্রুতার জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামিরা ইসলাম খানের ওপর চড়াও হয় এবং বুকে ও মাথায় কিল, ঘুষি, চড়, থাপ্পড় ও লাথি মারে। এতে ইসলাম খান মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় ইসলাম খানকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই নজরুল খান বাদী হয়ে ওইদিনই থানায় হত্যা মামলা দায়ের করেন। তৎকালীন থানার ওসি দাউদ হোসেন তদন্ত শেষে ২০১০ সালের ১৪ নভেম্বর ৪ জনের নামে আদালতে চার্জশিট জমা দেন। এরপর খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার বিচার শুরু হয়। আদালতে এ হত্যা মামলার শুনানি চলাকালে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সবশেষে মঙ্গলবার বিচারক এ মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এস এম সাজ্জাদ হোসেন ও পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে কামরুল আহসান মামলাটি পরিচালনা করেন।

এ সম্পর্কিত আরও খবর