প্রকল্পে দেশীয় পরামর্শক রাখার নির্দেশনা ছিল বঙ্গবন্ধুর

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 02:13:38

প্রকল্পে দেশীয় পরামর্শক থাকবে—এমন নির্দেশনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বিশ্বব্যাংকের একটি প্রকল্পে বিদেশি পরামর্শকের পাশাপাশি দেশীয় একজন পরামর্শক রাখার নির্দেশ দিয়েছিলেন বঙ্গবন্ধু।

প্রকল্পে পরামর্শক যৌথভাবে থাকবে—এ ধারণা বঙ্গবন্ধু পোষণ করতেন। দেশি পরামর্শক তৈরি করতে হবে, এটাই ছিল তার উদ্দেশ্য। কারণ, তিনি জাতিকে ভালোবাসতেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর এনইসি অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থনেতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইআরডি সচিব মনোয়ার আহমেদ।

বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে অর্থমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর সান্নিধ্য আমি পেয়েছি। চার বার বঙ্গবন্ধুকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। একদিনের কথা বলি—আমরা অপেক্ষা করছিলাম বঙ্গবন্ধুর জন্য। বঙ্গবন্ধুর জন্য আরেকজন সরকারি কর্মকর্তা আমার আগে থেকেই অপেক্ষা করছিলেন। তার হাতে একটি ফাইল। বঙ্গবন্ধু এসেই বললেন, আাপনি কী নিয়ে আসছেন? ওই কর্মকর্তা বললেন, একটি ফাইল নিয়ে আসছি, বিশ্বব্যাংকের ফাইল। ফাইলে বিশ্বব্যাংক একটি কনসালট্যান্টের নাম উল্লেখ করেছে। তারা ফ্যাক্ট ফাইন্ডিং স্টাডি করবে। বঙ্গবন্ধু জানতে চাইলেন বিশ্বব্যাংক কার নাম বলেছে? ওই কর্মকর্তা জানালেন, একটা জার্মান কোম্পানির নাম বলা হয়েছে।”

“কোম্পানিটির নাম অ্যাগ্রো প্রোগ্রেস জেএমবিএইচ। বঙ্গবন্ধু সঙ্গে সাথে বলে দিলেন, না। বিশ্ব ব্যাংক একটি কনসালটেন্টের নাম দেবে, এটা তো মানতে পারি না। এটি আমাদের প্রকল্প। তারা একটি কনসালট্যান্ট দিলে আমরা আরেকটি কানসালট্যান্ট দেব। একটি কনসালট্যান্টের যে নাম দিয়েছে, সে তো কাজ নাও করতে পারে। কাজটি তো আমাদের করতে হবে। সেজন্য আমরাও আমাদের একটি দেশি কনসালট্যান্টকে দেব।”

অর্থমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, একটি দেশের নাম। একটি লাল-সবুজের পতাকার নাম। বঙ্গবন্ধু হলেন সেই ব্যক্তি যিনি সব কাজের অনুপ্র্রেরণা। বঙ্গবন্ধু হলেন সেই ব্যক্তি যাকে বিশ্বাস করতে পারি। বঙ্গবন্ধু হলেন সেই ব্যক্তি আমাদের চেতনার বাতিঘর। বঙ্গবন্ধু হলেন সেই ব্যক্তি ‍যার সপ্নে-মানসিকতায় বাঙালি জাতি। এই বাঙালি জাতির জন্য তিনি স্বপ্ন দেখতেন।”

মুস্তফা কামাল বলেন, “বঙ্গবন্ধুর মৃত্যু নাই। বঙ্গবন্ধু হচ্ছেন গ্রিক রূপকথার ফিনিক্স পাখির মতো। ফিনিক্স পাখিরা মরে না। যতদিন পৃথিবীতে সূর্য উদিত হবে, যত দিন বিশ্ব ব্রহ্মাণে একজন বাঙালিও বেঁচে থাকবে, তত দিন বঙ্গবন্ধু আমাদের মাঝে থাকবেন সূর্যের মতো।”

এ সম্পর্কিত আরও খবর