ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি পেলেন ১৩ শিক্ষার্থী

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-09-01 16:33:17

ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) নিয়মিত শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী ১৩ কৃতি শিক্ষার্থীকে এ শিক্ষা বৃত্তি দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকার চেক ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।

কলা অনুষদে ‘প্রমীলা বৃত্তি’, বিজ্ঞান অনুষদে ‘কাজী সব্যসাচী বৃত্তি’, সামাজিক বিজ্ঞান অনুষদে ‘কাজী অনিরুদ্ধ বৃত্তি’ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে ‘বুলবুল বৃত্তি’ প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. জিল্লুর রহমান পল এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক ইফফাত আরা ইভা।

এ সম্পর্কিত আরও খবর