রংপুরে বিডার ৭ দিনব্যাপী উদ্যোক্তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-31 17:45:13

নতুন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, বেকারত্ব নিরসন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে রংপুরে সাত দিনব্যাপী উদ্যোক্তা প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন (বিডা) প্রণোদনামূলক এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে রংপুর জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে প্রণোদনামূলক এ আয়োজনের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তরিকুল ইসলাম।

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, ‘প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একজন উদ্যোক্তা ব্যবসা-বাণিজ্য পরিচালনার পাশাপাশি ব্যবস্থাপনায় দক্ষ হয়ে উঠবে। যা আত্মকর্মসংস্থান, নতুন ব্যবসার উদ্যোগ সৃষ্টি ও বেকারত্ব নিরসনে ভূমিকা রাখবে। বিডার এ আয়োজন তরুণদের উদ্যোক্তা হতে বেশি অনুপ্রাণিত করবে।'

অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার কাওছার জামিলসহ প্রশাসনের ও বিডার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এ সম্পর্কিত আরও খবর