ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে: তাজুল ইসলাম

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 04:08:12

আগের তুলনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেছেন, 'এডিস মশার বিষয়ে আমাদের সচেতনতা ইতোমধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করি, সকলের অংশগ্রহণ নিশ্চিত করে সরকারের পক্ষ থেকে নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়ন করতে পারলে ডেঙ্গু পরিস্থিতির সামাল দিতে পারব।'

রোববার (২৫ আগস্ট) বিকালে ১৭টি জেলার ২০ জন নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'আমি মনে করি, সম্মিলিত প্রচেষ্টার কারণে ডেঙ্গু পরিস্থিতি উত্তরোত্তর উন্নতি হচ্ছে। ঢাকার প্রতিটি ওয়ার্ডে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োজিত করেছি। এখানে যুগ্মসচিব পদমর্যাদার অনেক অফিসার আছেন, তারা সবাই স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে করে অ্যাডিশনাল ওয়ার্ক করছেন।'

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, 'ঈদের সময় আমরা সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করে কাজ করেছি। আমি নিজেও ঈদের আগের দিন পর্যন্ত আমাদের অফিসারদের নিয়ে ডেঙ্গু ইস্যুতে কাজ করেছি। যারা বিদেশে বিভিন্ন কর্মসূচিতে ছিলেন, তাদেরকেও টেলিফোন করে ঢাকায় ডেকেছি। আমরা বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করেছি।'

তাজুল ইসলাম বলেন, 'আমরা দেখেছি, এটা শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই ডেঙ্গু আক্রমণের মাত্রা অনেক বেশি। এর আগে ২০০০ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যার তুলনায় মৃতের হার ছিল বেশি, কিন্তু এখন আক্রান্তের সংখ্যা বেশি হলেও সচেতনতার ফলে তুলনামূলক মৃতের সংখ্যা কম হয়েছে।'

ডেঙ্গু ইস্যুতে পরবর্তী প্রক্রিয়া কী হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৮ কোটি মানুষের মধ্যে ১০ লাখ মানুষ কয়েকবছর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। সেখানে এক হাজার মানুষ মারা যায়। এভাবে কলকাতায় কয়েক হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। স্বাভাবিকভাবেই তাদের অভিজ্ঞতা আমাদের থেকে বেশি হবে।'

'এবার যেভাবে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এটা আগে কখনো হয়নি। স্বাভাবিকভাবে এবার আমাদের অভিজ্ঞতা অনেক বেড়েছে। আমরা ইনটেনসিভলি কাজ করতে গিয়ে যেসব জায়গায় ঘাটতি আছে সেগুলো নির্ণয় করতে সক্ষম হয়েছি। এখান থেকে আমরা বুঝতে পেরেছি, এটা কোন সিজনাল প্রোগ্রাম নয়, এটা বছর জুড়েই আমাদের কর্মকাণ্ড হাতে নিতে হবে।'

শুকনা মৌসুমে এডিস মশা ডিম ছাড়লেও তা ফুটবে না উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, 'শুকনা মৌসুমে এডিস মশার লার্ভা হবে না। সে কারণে আমরা একটি দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করব। কোন মাসে কত বেশি কাজ আমাদের করতে হবে। যারা ইতোমধ্যে এডিস মশা নিধনে অনেকটা সফল হয়েছে তাদের অভিজ্ঞতাগুলো আমরা প্রতিনিয়ত কালেক্ট করছি। ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সেল করা হয়েছে তারা রেগুলারলি মনিটরিং করছে।'

তিনি আরও বলেন, 'আমরা সিটি করপোরেশনকে মাস্টার প্লান করতে বলেছি। তাদের লোকবল বাড়ানোর কথা বলেছি। তারা মশা নিধনের জন্য কাজ করবে। সেই প্লানে থাকবে- কোথায় কোথায় এডিস মশার জন্ম হয়, কোথায় অন্যান্য মশা জন্ম হয় এবং কোথায় কী ধরনের উদ্যোগ নিতে হবে তার জন্য সিটি করপোরেশনকে পরিষ্কার পরিকল্পনা নিতে বলা হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর