মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-30 13:09:45

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে জারিফ (পাঁচ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুর সোয়া ১টায় বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করেন মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম শামসুজ্জামান সেলিম। এ নিয়ে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে৷

শিশু জারিফ ময়মনসিংহ শহরের শিকারিকান্দা এলাকার আরিফ মিয়ার ছেলে।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম শামসুজ্জামান সেলিম জানান, জারিফ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত দুই দিন গাজীপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিল। পরে অবস্থার অবনতি হলে শনিবার ভোর সোয়া ৫টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়। পরে সকাল ৬টার দিকে শিশুটির মৃত্যু হয়।

তিনি আরও জানান, মমেকে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে ১৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১১০ জন রোগী।

এ সম্পর্কিত আরও খবর