সন্ত্রাসী ডিশ বাদল আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 18:56:57

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকা থেকে কুখ্যাত শাহাদাত বাহিনীর সক্রিয় সদস্য ও চাদাঁবাজ আবু হানিফ বাদল ওরফে ডিশ বাদলকে (৩৮) আটক করেছে র‌্যাব-৪।

শনিবার (২৪ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সিনিয়র এসপি সাজেদুল ইসলাম।

সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকা থেকে ডিশ বাদলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি বলেন, ডিশ বাদল মিরপুরের কুখ্যাত শাহাদাত বাহিনীর চাঁদার টাকা উঠানোর প্রধান সংগ্রাহক। তিনি বিভিন্ন ব্যবসায়ীদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে ভারতে থাকা শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের কাছে পাঠান। পরবর্তীতে শাহাদাত এবং এই বাহিনীর আরেক সদস্য বাচ্চু এসব ব্যবসায়ীদের কল দিয়ে চাঁদা দাবি করেন। এই অর্থ ডিশ বাদল তার কিছু বিশ্বস্ত লোক দিয়ে উঠান। তারপর তা হুন্ডির মাধ্যমে শাহাদাতের কাছে পাঠিয়ে দেন।

তিনি আরও বলেন,  ডিশ বাদলের মামা ডিশ শাহিন ওরফে রেজু মার্ডার মামলার পলাতক আসামি শাহাদাতের সঙ্গে দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছেন। এই দুই জনের নির্দেশে ডিশ বাদল এসব অপরাধ করে আসছিলেন।

ডিশ বাদলের নামে খুনের মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর