অধ্যাপক মোজাফফর আহমদের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 20:58:14

প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা ও ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ এর একাংশের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের কফিনে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অধ্যাপক মোজাফফর আহমদের জানাজা শেষে তাঁর কফিনে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

জানাজায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ব্যারিস্টার আমীর উল ইসলাম সহ সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ।

জানাজা পরিচালনা করেন জাতীয় সংসদ ভবন মসজিদের পেশ ইমাম মাওলানা কারী মো. সাইফুল্লাহ। জানাজা শেষে মরহুমের কফিনে আরও শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও হুইপরা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে অধ্যাপক মোজাফফর আহমেদের কফিনে শ্রদ্ধা জানান তাঁর সহকারী সামরিক সচিব।

প্রসঙ্গত, শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক মোজাফফর আহমদ। মৃত্যুকালে তাঁর হয়েছিল ৯৮ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

আরও পড়ুন: সংসদ প্লাজায় অধ্যাপক মোজাফফর আহমদের জনাজা

এ সম্পর্কিত আরও খবর