সাব-রেজিস্ট্রার অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রস্তাব

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 03:41:12

ভূমি সংক্রান্ত সেবা তরান্বিত করার জন্য সাব রেজিস্ট্রার অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রস্তাব করেছে সংসদীয় কমিটি। বর্তমানে সাব রেজিস্ট্রাররা আইন মন্ত্রণালয়ের অধীনে কাজ করেন। তাদের যাবতীয় বিষয় দেখে আইন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে সংসদ ভবনে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি'র বৈঠকে এ প্রস্তাব করা হয়। এছাড়া সারাদেশের ভূমি অফিস নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

অন্যদিকে খাস জমি কিভাবে ব্যবহার করার যায় তার একটি পৃথক আইন করারও প্রস্তাব করেছে সংসদীয় কমিটি। বিশেষ করে “খ” তফসিলভুক্ত সম্পত্তি হস্তান্তর প্রক্রিয়া কিভাবে আরও সহজ করা যায় সেই সুপারিশ করেছেন। এছাড়া গ্রামীণ জনপদে যেসব রাস্তা অবৈধ দখলে রয়েছে তা চিহ্নিত করার সুপারিশ দেওয়া হয়।

কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং মো. আমিনুল ইসলাম অংশগ্রহণ করেন।

এছাড়া ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও খবর