'হাওয়া ভবন থেকে গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়েছিল'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 14:45:05

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, '২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা হাওয়া ভবন থেকে করা হয়েছিল, তা প্রমাণিত। ১৫ ও ২১ আগস্টের হামলা একই সূত্রে গাথা।'

বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের হোসেন চৌধুরী হলে '১৫ ও ২১ আগস্ট হামলা কি একই সূত্রে গাথা?' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে সভাটির আয়োজন করে বিবি ফাউন্ডেশন নামের একটি সংগঠন।

তিনি বলেন, 'বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণভাবে হয় নাই। আগামী দিনে এই হত্যার রহস্য উদঘাটনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করতে হবে। এখন সময় হয়েছে ২১ আগস্টের খুনিদের এবং সমর্থনকারীদের নির্মূল করতে হবে, তা না হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না।'

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, 'জিয়া পাকিস্তানের গুপ্তচর ছিলেন। তিনি মুক্তিযুদ্ধকালীন সরকারের বিরোধিতা করেছিলেন, মু‌ক্তি‌যু‌দ্ধের প‌ক্ষে ছি‌লেন না।'

বিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান বাহাদুর ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. রাশেদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর