ডেঙ্গু আক্রান্তদের জন্য স্থানীয় সরকার মন্ত্রীর দুঃখ প্রকাশ

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 00:29:36

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু জ্বরে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এটা শুধু মুখের কথা না, অন্তর থেকে। আসলে আমাদের চেষ্টার কমতি ছিল না, আন্তরিকতার ঘাটতি ছিল না। কিন্তু এবার সারা বিশ্বেই মাত্রা ছাড়িয়ে গেছে। আমাদের অসংখ্য মা-বোন ও শিশু আক্রান্ত হয়েছেন, আমাদের হৃদয় ব্যথিত করেছে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে মশক নিধন এবং পরিচ্ছন্নতা বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাইসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ।

নিজের পরিবারের একজন ডেঙ্গু আক্রান্ত জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, 'আমার ভাতিজার ডেঙ্গু হয়েছে, তার ছেলেরও হয়েছে।'

এরপর মন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এটা শুধু মুখে না, অন্তর থেকে। দেখবেন আমি নিজেও রাত ১০, ১১ টা পর্যন্ত অফিস করেছি। ঈদের দিন ব্যতীত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অফিস করেছি। আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা দায়বদ্ধ জনগণের কাছে কাজগুলো করার জন্য। আমি কথা দিচ্ছি এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সারাবছরই এই কাজ অব্যাহত থাকবে। এবার ঈদের দিন আমাদের কারো শান্তি ছিল না।’

কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের আরও নিবিড়ভাবে কাজ করতে হবে। কাউন্সিলররা ব্যক্তিগতভাবে স্ব স্ব ওয়ার্ডে অত্যন্ত স্বনামধন্য। তারা জনমানুষের কাছে প্রিয় এবং বহু প্রতিভা ও গুণের অধিকারী। এই মানুষগুলো যদি নেতৃত্ব দেয় আমাদের কাঙ্ক্ষিত উন্নত বাংলাদেশ, আমাদের কাঙ্ক্ষিত পরিচ্ছন্ন শহর, আমাদের কাঙ্ক্ষিত বাসযোগ্য শহর প্রতিষ্ঠা হবে। এডিস মশাসহ যে কোনো মশাবাহিত রোগসহ সকল কিছু সমাধান করতে পারব।’

তিনি বলেন, ‘বিশ্বাস করি কাউন্সিলররা দেশকে ভালবাসেন, জাতিকে ভালবাসেন। কেন আমরা পারব না। আমরা হয়তো এখনই পারি নাই সমস্ত এডিস মশাকে নিঃশেষ করে দিতে। এটা পৃথিবীর কেউ পারে নাই। ফিলিপাইনে দেড় লাখ আক্রান্ত, থাইল্যান্ডে ২৮ হাজারসহ এশিয়ার সব দেশে এডিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আগে অভিজ্ঞতা ছিল না, এবার তীব্রতা বুঝতে পেরেছি। এবার তীব্রতা বুঝে প্রতিটি ওয়ার্ডে একজন করে অফিসার দিয়েছি, প্রয়োজন পড়লে তাদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

মন্ত্রী বলেন, ‘দারিদ্রতার চেয়ে নোংরা বেশি অপমানের। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কর্মী, আপনারাও। আমার বিশ্বাস কাউন্সিলরা কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং দিক নির্দেশনাকে উপেক্ষা করবে এরকম মানসিকতা নাই। যেহেতু নাই তাহলে এক সঙ্গে কাজ করব। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতার কথা অস্বীকার করা যাবে না। যেহেতু নেত্রী আমাদের মনোনয়ন দিয়েছেন নেত্রীর সংগঠন এবং কর্মী হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমাকে শেখ হাসিনার কাছে দাঁড়াতে হয়, কারণ আমি দায়িত্ব নিয়েছি। আমাকে দায়িত্ব নেওয়ার কথা বলেন নাই, আপনি কাউন্সিলর হয়েছেন, আপনার আগ্রহের কারণেই কাউন্সিলর বানানো হয়েছে। আপনাদেরও দায়িত্ব পালন করতে হবে। আমারও জবাবদিহিতার জায়গা আছে। আপনি যদি দায়িত্ব পালন না করেন তাহলে আপনারও জবাবদিহিতার জায়গা আছে।’

এ সম্পর্কিত আরও খবর