জম্মু ও কাশ্মীর নিয়ে বাংলাদেশের অবস্থান

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 00:29:47

বাংলাদেশ এক বিবৃতিতে বলেছে, ভারত সরকার কর্তৃক ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা দেশটির অভ্যন্তরীণ বিষয়।

বুধবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সর্বদা নীতিগতভাবে সমর্থন জানিয়েছে যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি উন্নয়নের বিষয়টিও সব দেশের অগ্রাধিকার হওয়া উচিত।

এদিকে মঙ্গলবার (২০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, 'কাশ্মীর সম্পর্কে তারা (ভারত) আমাদের কাছ থেকে কিছু জানতে চায়নি। তারা এ নিয়ে আমাদের বিব্রতকর কোনো প্রশ্ন করেনি। এটা তাদের ব্যাপার-স্যাপার। আমরা এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন এবং মানুষের প্রত্যাশা চাই।'

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর