জমি বিরোধে বৃদ্ধকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-27 04:04:24

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আছির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন তার ছেলে বিমান বাহিনীর সার্জেন্ট জাহাঙ্গীর আলম। এ ঘটনায় সরেজমিনে তদন্ত চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।

জানা গেছে, গত ১১ আগস্ট লিখিত অভিযোগে ভুক্তভোগীর বড় ছেলে সার্জেন্ট জাহাঙ্গীর আলম দাবি করেন, ‘প্রায় এক যুগ আগে আমার পিতা আছির উদ্দিন প্রতিবেশী কলিম উদ্দিনের কাছে ২২ শতক জমি বন্ধক দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধক গ্রহীতা মারা যাবার পর তার স্ত্রীর কাছ থেকে জমিটি জবর দখল করে নেয় স্থানীয় প্রভাবশালী রেজাউল করিম খোকন। কিছুদিন যাবত খোকন ওই জমিটি লিখে নিতে আমার বাবাকে হুমকি দিচ্ছিল। মূলত ওই জমির ঘটনার জের ধরে ষড়যন্ত্রমূলকভাবে আমার বাবাকে ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে।’

সার্জেন্ট জাহাঙ্গীর আরও দাবি করেন, ‘ভিকটিমের দারিদ্রতার সুযোগে ষড়যন্ত্রকারী খোকন আমার বাবাকে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে নিজ স্বার্থ হাসিলের ফন্দি করেছে। সরেজমিনে এর তদন্ত করলে সত্যতা বেরিয়ে আসবে।’

সূত্রে জানা যায়, মামলার বাদী জেলেহা বেগম প্রভাবশালী খোকনের নিজ চাচাত বোনের মেয়ে এবং জমি জবর দখলকারী খোকন ওই মামলার ৫নং সাক্ষী।

তবে রেজাউল করিম খোকন বলেন, ‘আমি জমি কিনেছি কলিম উদ্দিনের কাছ থেকে। বর্তমানে আমি দখলে আছি। তবে ওই জমিটি লিখে দিবেন আছির উদ্দিন। কিন্তু আছিরের সঙ্গে আমার জমি বিরোধ থাকলেও ধর্ষণের ঘটনা সত্য।’

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মারফত আলী বলেন, ‘জমি বিরোধের বিষয়টি জানা নেই। তবে তদন্তে পারিপার্শ্বিক সব বিষয়ে খোঁজখবর নিয়েই চার্জশিট দেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর