রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় ভারত

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 23:48:53

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় ভারত। বাংলাদেশ ভারত মিয়ানমারের স্বার্থে এটি জরুরি।

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের পাশে রয়েছে ভারত। বাংলাদেশের সব উন্নয়নে সহযোগিতা করে যাবে। সন্ত্রাস দমনেও এক সঙ্গে কাজ করবে দুই দেশ।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয়ে বৈঠক শেষ হয় সাড়ে ১২টায়।

জয়শঙ্কর বলেন, জাতীয় নাগরিক পুঞ্জী ( এন আর সি) ভারতের অভ্যন্তরীণ বিষয়।  তিস্তা চুক্তি বিষয়ে নরেন্দ্র মোদির যে প্রতিশ্রুতি দিয়েছে তা নিয়ে কাজ করছে ভারত সরকার। যোগাযোগ, জ্বালানি  ও বাণিজ্য বৃদ্ধিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

রোহিঙ্গাদের পুনর্বাসনে ভারত সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং সফররত  ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে দ্বিপক্ষীয় বৈঠকে নেতৃত্ব দিয়েছেন।

বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একান্তে কথা বলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে তিন দিনের সফরে ঢাকা এসেছেন। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন হজরত শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

আরও পড়ুন: দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করব’

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

এ সম্পর্কিত আরও খবর