এডিস মশার লার্ভা পাওয়ায় ৯ ভবন মালিকের জরিমানা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 13:51:23

এডিস মশার লার্ভা পাওয়ায় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ইস্টার্ন ভিউ এবং এস ফার্ম লিমিটেডসহ ৯ ভবনের মালিককে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মোবাইল কোর্ট।

সোমবার (১৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টন, সেগুনবাগিচা, তোপখানা, ধানমন্ডি, যাত্রাবাড়ি এলাকায় ডিএসসিসির ম্যাজিস্ট্রেটগণ অভিযান চালিয়ে ৯ ভবনের মালিককে এ অর্থদণ্ড প্রদান করেন।

করপোরেশনের পক্ষ থেকে চলমান এডিস মশার লার্ভা নিধন অভিযানের অংশ হিসেবে পাঁচটি অঞ্চলে পরিচালিত এ অভিযানে অঞ্চল-২  এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হোসেন ৫০ নয়াপল্টন ইস্টার্ন ভিউকে ৭৫ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ধানমন্ডি ৮/এ (নতুন) সড়কের ৩১৭, ৩১৭/১ এবং ৩১৭/২ হোল্ডিং লার্ভা পাওয়ায়  এস ফার্ম লিমিটেড কর্তৃক নির্মাণাধীন ভবনকে ৫০ হাজার টাকা এবং ২৪/ এ/বি তোপখানা রোডের ভবন মালিককে ৫০ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলী ১৭/১ লালবাগ, জগন্নাথ সাহা ভবন মালিককে ১০ হাজার টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ উল্লাহ, আতিকউল্লাহ এবং সোনিয়া হোসেন যাত্রা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫টি বাড়িতে মশার লার্ভা পাওয়ায় ৫ বাড়ির মালিককে মোট ৪৩ হাজার টাকাসহ সর্বমোট ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ডিএসসিসির মোবাইল কোর্ট ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, নগর জুড়ে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেব আজ ধানমন্ডি, সেগুনবাগিচা, তোপখানা, যাত্রাবাড়ি ইত্যাদি এলাকায় ২২৫টি বাড়িতে/ভবনে অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য রোববার (১৯ আগস্ট) ধানমন্ডি ১১ নং সড়কে (নতুন) সিপিডির নির্মাণাধীন  ভবনে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর