'আমরা শোক থেকে শিক্ষা গ্রহণ করি না'

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 23:50:58

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, 'শোকের মাস আগস্ট আসে, আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি। কিন্তু এখান থেকে আমরা কোনো শিক্ষা নেই না।'

সোমবার (১৯ আগস্ট) বিকেলে বিদ্যুৎ ভবনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধু কীভাবে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শোকের মাসে যদি সোনার বাংলা গঠনে শপথ নেই, তাহলে তার শাহাদাত সার্থক হবে। যথাযথ মর্যাদা দেওয়া হবে।'

তিনি বলেন, 'রাষ্ট্রের সম্পদ জনগণের আমানত মনে করতে হবে। মনে রাখতে হবে, এতে প্রতিটি মুক্তিযোদ্ধা প্রতিটি জনগণের হক রয়েছে। জনগণের আমানতকে তাদের কাজে লাগাতে হবে। সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। আমরা বিদ্যুৎ বিভাগ অনেক ভালো করেছি। আরও ভালো করতে চাই।'

নসরুল হামিদ বলেন, 'প্রধানমন্ত্রী সব সময় বলে থাকেন, বাঙালি জাতিকে চরম শিখরে নিয়ে যেতে হবে। কেউ যেনো বাঙালিকে ছোটো করে দেখতে না পারে। এজন্য আমাদেরকে আরও সজাগ থাকতে হবে।'

নসরুল হামিদ বলেন, 'বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে অনেকে জাতির সূর্য সন্তান হতে পেরেছিলেন। কিন্তু এ কথা অনেকেই মনে রাখেন না। মনে রাখতে হবে, আজকে যেখানে এসেছি এই আসার পথটি কিন্তু কোমল ছিল না। অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আজকে এখানে এসেছি।'

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমেদ কায়কাউস বলেন, 'পঁচাত্তর সালে ১৫ আগস্টের পর বঙ্গবন্ধুর দুই সন্তানকে রিফিউজি করা হয়। ওনার যে কন্ট্রিবিউশন তা মুছে ফেলার চেষ্টা করা হয়। এতে অনেক শিক্ষিতরাই মুখ্য ভূমিকা পালন করেন।'

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চেয়ারম্যান খালেদ মাহমুদ। সভায় বিউবোর কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর